aamar sakal: Supreme Court upholds death sentence petition, Supreme Court upholds death sentence
দেশ প্রথম পাতা

আমার সকাল: নির্ভয়াকান্ডে প্রাণভিক্ষার আর্জি খারিজ, ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা: নির্ভয়া গণধর্ষন ও খুনের ঘটনায় চার দোষীর ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার অপরাধীদের দায়ের করা কিউরেটিভ পিটিশন খারিজ করে দেয় পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুতরাং আগামী ২২ জানুয়ারি ফাঁসির সাজা কার্যকর হবে চার জনের।৭ জানুয়ারি দিল্লির আদালতে ফাঁসির সাজা ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছিল তারা। জমা দিয়েছিল ‘কিউরেটিভ পিটিশন’। অর্থাৎ তাদের ফাঁসির সাজার পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল তারা। সে পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আমার সকাল: কোনও বাংলাদেশী ভারতে এসে ইনফোসিসের সিইও হোন! বিদেশ থেকে সি্‌এএ নিয়ে মুখ খুললেন সত্য নাদেল

আজ, মঙ্গলবার ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মা এবং মুকেশে সিং-এর রুজু করা কিউরেটিভ পিটিশনের শুনানি ছিল বিচারপতি এনভি রামান্না, অরুণ মিশ্র, আরএফ নরিম্যান, আর ভানুমতি এবং অশোক ভূষণের বিশেষ বেঞ্চে। সেখানে বিচারপতি রায় দেন, অপরাধীদের আবেদন খারিজ হল। আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে মৃত্যুদণ্ড কার্যকর হবে তাদের দু’জনের এবং অন্য দুই অপরাধী পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুর সিং-এর।সুপ্রিম কোর্ট ওই দুই দোষীর কিউরেটিভ পিটিশন খারিজ করায় খুশি নির্ভয়ার মা আশাদেবী৷ পাশাপাশি দোষীদের দ্রুত ফাঁসি হোক চাইছে নির্ভয়ার পরিবার।

 

 

Spread the love