নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ভালো ফল করলেও কলকাতা একটাও আসনে কোনো প্রার্থী জয় হতে পারেননি। তাই কলকাতা ও শহরতলীর উপর মনযোগ দিয়ে কাজ করছে রাজ্য বিজেপি। কলকাতা ও শহরতলী এলাকায় টলিউডের প্রভাব বেশ ভালো। এই কারনে টলিউডে নিজেদের সংগঠন মজবুত করতে নেমেছে রাজ্য বিজেপি। গতকাল টলি পাড়া থেকে খবর সামনে এসেছিল যে, অভিনেত্রী মাধবী চট্টোপাধ্যায়কে টলিউডে বিজেপির এক সংগঠনের পরামর্শদাতা করা হয়েছে। এবার দল বেঁধে বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউড এক ঝাঁক তারকা। আজই তাঁর যোগ দেবেন বিজেপিতে। এই দলে বড় পর্দা ও ছোট পর্দার অনেকেই রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গাঙ্গুলী, অরিন্দম হালদার (লামা)। যোগ দিচ্ছেন টেলিতারকা ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র-সহ একাধিক ব্যক্তিত্ব। দিল্লি যাওয়া এই দলের সঙ্গে রয়েছেন আগেই বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী অঞ্জনা বসু ও অভিনেতা কৌশিক। মুকুল রায়ের হাত ধরে এই কলাকুশলীরা বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি টলিউড একটা বড়ো বিস্তার করবে এটা আগেই আন্দাজ করছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন সেটা বাস্তব হতে দেখা যেতে শুরু হয়েছে।
