নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের লোকজনেরা বিজেপি কর্মীর বাড়িতে টাঙ্গানো পতাকা খুলে নেওয়ায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হয় দহিজুড়ী এলাকায়। ওই সময় বিনপুর এক ব্লকের বিডিও বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। পরে বিজেপি কর্মীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এবিষয়ে বিজেপির দহিজুড়ি পূর্ব বুথ সভাপতি প্রদীপ দাস বলেন আমাদের কর্মী কুচু দাসের বাড়িতে বিজেপির দলীয় পতাকা টাঙানো ছিল।সে স্বেচ্ছা টাঙিয়ে ছিল।এদিন তৃণমূলের লোকেরা জোর করে পতাকা খুলে নেয়।বিডিও ঘটনা স্থলে এসেছিলেন। কিন্ত উনি কোন সদুত্তর দিতে পারেন নি।”এদিন এই বিষয়ে বিনপুর এক ব্লকের বিডিওর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করবেন না বলে জানান। অন্যদিকে দহিজুড়ি অঞ্চল তৃনমূলের সভাপতি নন্দ ত্রিপাটি বলেন”এই ঘটনার সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।”
Related Articles
আমার সকাল : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৪২ আসনে এগিয়ে কংগ্রেস জোট, অনেকটা পিছিয়ে পড়ল বিজেপি
নিজস্ব প্রতিনিধি : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৪২ আসনে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। আর অনেকেটাই পিছিয়ে পড়ল বিজেপি। এনআরসি, সিএএ কোনও প্রভাবই নেই ঝাড়খণ্ড বিধানসভায়। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ৪২টি আসন। কংগ্রেস-জেএমমএম জোট সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। তাদের জোটে রয়েছে আরজেডি-ও। বিজেপি এগিয়ে রয়েছে ২৮ আসনে। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ৪ ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চা […]
বিশ্বে দানবীয় করোনা হানায় একদিনে ৫ হাজার মৃত্যু! সুস্থতার পথে কতজন ?
এক সপ্তাহে ১৪ শতাংশ থেকে ২০ শতাংশে পৌঁছে গিয়েছে মৃতের সংখ্যা। লাফিয়ে বেড়ে চলেছে বিশ্ব জুড়ে করোনার ত্রাস। এমন পরিস্থিতি সামলাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু রীতিমতো হিমশিম খাচ্ছে। হু-এর দিকে আঙুল তুলেছে মার্কিন মুলুক সহ একাধিক দেশ। এমন পরিস্থিতিতে বিশ্ব জুড়ে করোনার পরিসংখ্যান একনজরে দেখে নেওয়া যাক। কতজন আক্রান্ত করোনায়? কতজন আক্রান্ত করোনায়? বিশ্বে করোনায় […]
আমার সকাল : ফেব্রুয়ারিতে আসছে লালুর বায়োপিক, নায়কের ভূমিকায় যশ
নিজস্ব প্রতিনিধি : বেশ কিছু দিন ধরে বিশিষ্ট ব্যক্তিদের জীবনী নিয়ে সিনেমার পর্দায় তুলে ধরার রীতি হয়ে গেছে বলিউডের। কিন্তু এবার প্রাক্তন বিহারের মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের জীবনী উঠে আসবে ভোজপুরী সিনেমার পর্দায়। সেই জীবনের নানা ওঠাপড়ার গল্পই বলবে ওই ছবি। তাঁর ব্যক্তিগত জীবনী থেকে মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী, দুর্নীতি, জেল—সব থাকবেই এই ছবিতে। সামনের বছর ফেব্রুয়ারি মাস নাগাদই […]