নিজস্ব প্রতিনিধি : চলন্ত ট্রেনে আগুন। ভস্মীভূত একটি কামরা দেখেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে। আতঙ্কে দিশাহারা হয়ে লাইনের উপর ঝাঁপিয়ে পড়লেন কয়েকজন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে ডিব্রুগড়গামী চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের একটি কামরায়। শিলিগুড়ির কাছে চটেরহাট স্টেশন ছাড়ানোর পরেই ধোঁয়া দেখতে পান ট্রেনের যাত্রীরা। ট্রেনটি ছুটছিল মাঝারি গতিতে। কামরার মধ্যে আগুন দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। বেশ কয়েকজন লাফিয়ে পড়েন রেললাইনে। আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও।
রেললাইনে পড়ে জখম ব্যক্তিদের হাসপাতালেও নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে ডাক্তাররা দুজনকে মৃত বলে ঘোষণা করেন বলে পুলিশসূত্রে জানা গিয়েছে।