রাজ্য তথা কলকাতায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুর। হরিদেবপুরের করোনা আক্রান্ত ওই শিশুর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়। প্রবল জ্বর নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ওই শিশুর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে। প্রথমে শিশুটিকে বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। জানা গিয়েছে, ওই শিশুর জন্ম থেকেই হৃদযন্ত্রে সমস্যা ছিল। সেজন্য মুকুন্দপুরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শীঘ্রই হৃদযন্ত্রে অপারেশনের কথা ছিল। সেইমতো প্রস্তুতি নিচ্ছিল শিশুটির পরিবার। এরমধ্যেই শিশুটি জ্বরে আক্রান্ত হলে, সোয়াব টেস্টে জানা যায় সে করোনা আক্রান্ত। শিশুটির বয়স পাঁচ মাস। ডেথ সার্টিফিকেটে শিশুটির করোনা আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। হাসপাতালের মর্গেই রাখা রয়েছে শিশুটির দেহ। আজ মৃত শিশুটির দেহ কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়ার কথা। প্রসঙ্গত এ রাজ্যে আরও বেশ কয়েকটি শিশু করোনা আক্রান্ত হয়েছিল। কিন্তু সকলেই সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে গিয়েছে। রাজ্যে এই প্রথম কোনও শিশু করোনাকে হারিয়ে মায়ের কোলে ফিরতে পারলো না।
