Aamar Sokal (January 20) : The East-West Metro will be inaugurated next February 23
দেশ প্রথম পাতা প্রযুক্তি

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ৩০ জন কর্মী-আধিকারিক করোনা পজিটিভ।

আপাতত ১০ দিনের বেশি কাজ বন্ধ হয়ে গেলো ইস্ট – ওয়েস্ট মেট্রোরবকাজ। ধর্মতলা থেকে বউবাজার অংশে মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের যারা কাজ করছিলেন তাদের মধ্যে প্রায় ৩০ জন কর্মী-আধিকারিক আক্রান্ত হয়েছেন করোনায়। এজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখ্য, টানপল ইনচার্য করোনা আক্রান্ত হওয়ায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে গতিতে কাজ এগোচ্ছিল তাতে কে এম আর সি এল আশাবাদী ছিল আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শিয়ালদহ অবধি টানেল পৌছানো যাবে। কিন্তু একসঙ্গে ৩০ জন কর্মী করোনা আক্রান্ত হওয়ায়, সেই কাজ থমকে গেলো। মোট ৩ শিফটে এই কাজ করা হত। মাটির নীচে যে তাপমাত্রা তাতে কারও পক্ষে পিপিই পড়ে কাজ করা সম্ভব নয়। ফলে মাটির ২৫ মিটার নীচে নামার আগে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হতো। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক সেখানে। কোভিড পরিস্থিতিতে তা আরও গ্রহণযোগ্য ছিল। এছাড়া স্যানিটাইজার ঘন ঘন ব্যবহার হতো। মাটির নীচে ওই জায়গায় যতটা দুরত্ব বজায় রাখা সম্ভব ততটা রেখেই কাজ চলত। এর পরেও কর্মীরা করোনা আক্রান্ত হওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হল সংস্থাকে। আপাতত ১৫০ জনকেই পাঠানো হয়েছে কোয়ারেনটাইনে। টানেল সহ প্রকল্প এলাকা পুরোপুরি স্যানিটাইজ করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, আগামী ১০ দিন পর পুনরায় কাজ শুরু করা হবে।

Spread the love