নিজস্ব প্রতিনিধি— সৌদি আরব, পাকিস্তান, চিন, বাংলাদেশ সাইপ্রাস ও কম্বোডিয়ার মতো বিদেশি কারাগারে বন্দি রয়েছে জম্মু ও কাশ্মীরের ২২ জন বাসিন্দা। বুধবার লোকসভায় এমনই তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল কনফারেন্স সদস্য হাসনাইন মাসুদির প্রশ্নের এদিন লিখিত জবাব দিলেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মূরলীধরণ। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সৌদি আরবের কারাগারে বন্দি রয়েছেন জম্মু ও কাশ্মীরের ১১ জন বাসিন্দা এবং পাকিস্তানের জেলে আটক রয়েছেন উপত্যকার ৭ জন বাসিন্দা। এছাড়া চিন, বাংলাদেশ, সাইপ্রাস ও কম্বোডিয়ায় জেলবন্দি রয়েছেন এই অঞ্চলের একজন করে আবাসিক।এদিন প্রতিমন্ত্রী মূরলীধরণ জানান, ‘বিদেশ মন্ত্রক প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত বিদেশি কারাগারে বন্দি জম্মু ও কাশ্মীরের মোট বাসিন্দার সংখ্যা ২২ জন। বেশ কিছু দেশের কড়া গোপনীয়তা আইনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া কোনও বন্দির সম্পর্কে ব্যক্তিগত তথ্য জানা সম্ভব নয়।’
