নিজস্ব প্রতিনিধি : ছোটো থেকে বড় সবার খুব একটা প্রিয় ডিজনির লাইভ-অ্যাকশনের সিনেমা। দ্য লায়ন কিং! গত দু’সপ্তাহ আগে ভারতের বহু সিনেমা হলে মুক্তির পর থেকে বেশ ভালো ব্যবসা করেছে ‘দ্য লায়ন কিং’। বুধবারই দেশে প্রায় ৬ কোটি টাকা আয় করে ফেলেছে ছবি। বিশ্বজুড়ে কয়েক দিনের মধ্যে ছবির বক্স অফিস কালেকশন প্রায় ৮১.৫৭ কোটি টাকা।
#TheLionKing is a success story… Puts up a fantastic total in Week 1… Biz in Weekend 2 will give an idea of its *lifetime biz*… Fri 11.06 cr, Sat 19.15 cr, Sun 24.54 cr, Mon 7.90 cr, Tue 7.02 cr, Wed 6.25 cr, Thu 5.65 cr. Total: ₹ 81.57 cr. India biz. All versions. HIT.
— taran adarsh (@taran_adarsh) July 26, 2019
ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সপ্তাহের উইকডেজে হিসেব জানিয়ে ট্যুইট করেছেন। মুক্তির দিনই ১১ কোটির বেশি, শনিবার প্রায় সাড়ে ১৯ কোটি, রবিবার প্রায় ২৫ কোটি। পরের সপ্তাহের সোম থেকে শুক্রবার মধ্যের হিসেব মিলিয়ে ছবির বক্স অফিস কালেকশন প্রায় ৮১.৫৭ কোটি।
ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ প্রথম সপ্তাহের প্রায় ৮০ কোটির ব্যবসা করে ফেলবে ভারতে এই ছবি। একইসঙ্গে তাঁর বক্তব্য দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে।