নিজস্ব প্রতিনিধি : ৭ বছরের এক শিশুর ওপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল পড়শি এক যুবকের বিরুদ্ধে।ঘটনা কাঁথির মারিশদা থানার গামডুলি গ্রামের।স্থানীয় শিশুশিক্ষা কেন্দ্র থেকে গত শনিবার দুপুরে বাড়ি ফিরছিল ওই শিশু।সে সময় স্থানীয় একটি পুকুরপাড়ে ডেকে নিয়ে যায় পড়শি যুবক রাজু মান্না এবং অত্যাচার চালায় তার ওপর।বাড়ি ফিরেই ঘটনার কথা জানিয়েছিল নির্যাতিতা।মঙ্গলবার পুলিশে অভিযোগ জানান তার মা।