বামফ্রন্টের পক্ষ থেকে প্রেস বিবৃতি জারি করে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তা হলো এরকম-
কোচবিহার – গোবিন্দ রায় ( ফরওয়ার্ড ব্লক )
আলিপুরদুয়ার – মিলি ওঁরাও ( আরএসপি )
জলপাইগুড়ি – ভগীরথ রায় ( সিপিএম )
বালুরঘাট – রণেন বর্মন ( আরএসপি )
রাণাঘাট – রমা বিশ্বাস ( সিপিএম )
বনগাঁ – অলকেশ দাস ( সিপিএম )
দমদম – নেপালদেব ভট্টাচার্য ( সিপিএম )
বসিরহাট – পল্লব সেনগুপ্ত ( সিপিআই )
বারাসত – হরিপদ বিশ্বাস ( ফরওয়ার্ড ব্লক )
জয়নগর – সুভাষ নস্কর ( আরএসপি )
ডায়মন্ড হারবার – ফুয়াদ হালিম ( সিপিএম )
যাদবপুর – বিকাশরঞ্জন ভট্টাচার্য ( সিপিএম )
কলকাতা দক্ষিণ – নন্দিনী মুখোপাধ্যায় ( সিপিএম )
উলুবেড়িয়া – মাকসুদা খাতুন ( সিপিএম )
হুগলি – প্রদীপ সাহা ( সিপিএম )
আরামবাগ – শক্তিমোহন মালিক ( সিপিএম )
ঘাটাল – তপন গঙ্গোপাধ্যায় ( সিপিআই )
মেদিনীপুর – বিপ্লব ভট্ট ( সিপিআই )
পুরুলিয়া – বীর সিং মাহাতো ( ফরওয়ার্ড ব্লক )
বিষ্ণুপুর – সুনীল খাঁ ( সিপিএম )
বর্ধমান পূর্ব – ঈশ্বরচন্দ্র দাস ( সিপিএম )
বর্ধমান- দুর্গাপুর – আভাস রায়চৌধুরী ( সিপিএম )
বীরভূম – রেজাউল করিম ( বাম সমর্থিত নির্দল )