নিজস্ব প্রতিনিধি: হাওড়া পুরসভায় রাজ্য সরকার গঠিত বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বাতিলের দাবি জানালো বিজেপি। পুর কমিশনার বিজিণ কৃষ্ণা কে ডেপুটেশন দিল হাওড়ার দুই বিজেপি কাউন্সিলর সহ বিজেপির এক প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে তাঁরা পুর কমিশনারকে ডেপুটেশন দেন। উপস্থিত ছিলেন পুরসভার দুই প্রাক্তন বিজেপি কাউন্সিলর গীতা রাই ও অনিতা সিং।বিজেপি কাউন্সিলরদের অভিযোগ, পুরসভার কাজকর্ম পরিচালনা করতে যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করা হয়েছে তাতে বাইরের লোকেদের নেওয়া হয়েছে । যদি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হয় তাহলে প্রাক্তন বিজেপি বা সিপিএমের কাউন্সিলররা কেন সেই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না ? অবিলম্বে এই কমিটি বাতিল করার দাবি করেছেন তাঁরা ।এদিকে পুরো কমিশন বিজিণ কৃষ্ণা জানান, যে প্রশাসক পর্ষদ বা প্রশাসক বসানো হয়েছে তা পুরো আইন মেনেই করা হয়েছে ।এটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কাকে কাকে সেই কমিটিতে রাখা হয়েছে। তবে এ প্রশাসক পরিষদের প্রধান হিসেবে তার যা যা কাজ করার দায়িত্ব তিনি সেটাই করেছেন ।এদিন বিজেপির প্রতিনিধি দল যে ডেপুটেশন দিয়েছেন সেই কপি তিনি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেবেন।