নিজস্ব প্রতিনিধি— হরিণের চামড়া সহ হাতেনাতে গ্রেফতার হল দুই ব্যক্তি। জানা গিয়েছে ওড়িশা থেকে বাসে করে দুই ব্যক্তি ৪টি হরিণের চামড়া নিয়ে কলকাতায় আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের কর্মীরা হানা দিয়ে কলকাতার বাবুঘাট থেকে তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। পুলিশি জেরায় ধৃত দেবদুলাল এবং বাবলু জানিয়েছে ওই চামরাগুলি কলকাতার এক ব্যক্তির কাছে পাচারের উদ্দেশ্যেই নিয়ে এসেছিল।