নিজস্ব প্রতিনিধি— আসন্ন লোকসভা ভোটের নির্ঘন্ট বেজে গিয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ধীরে ধীরে প্রকাশ করছে। চারিদিকে চলছে জোর কদমে দেওয়াল লিখনের কাজের পাশাপাশি প্রচারপর্ব। পিছিয়ে নেই নির্বাচন কমিশন। সুষ্ঠভাবে ভোট করার লক্ষ্যে বদ্ধ পরিকর তারা। আর সেই জন্য আজ বৃহস্পতিবার দিল্লিতে সব রাজ্যের অবর্জাভারদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচন কমিশন। এদিনের বৈঠক থেকে সমস্ত রাজ্যের অবর্জাভারদের একটি গাইড লাইন বেঁধে দেওয়া হবে। এই গাইড লাইনে সুষ্ঠ নির্বাচন করতে কি কি পদক্ষেপ নিচ্ছে কমিশন, তা জানানো হবে বলে জানা গিয়েছে।
এদিকে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দরবার করেছে বিজেপির প্রতিনিধি দল।বাংলার প্রতিটি বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এরপরই রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও পুলিশ সুপারদের কাছে আরও এক দফা রিপোর্ট চাইল কমিশন। একই সঙ্গে আগামী শনিবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। জানা গিয়েছে, ওইদিন বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।