নিজস্ব প্রতিনিধি— পশ্চিম মেদিনীপুর জেলায় দু’টি লোকসভা আসন মেদিনীপুর ও ঘাটালে প্রার্থীর নাম চূড়ান্ত করল সিপিআই। মেদিনীপুর আসনে প্রার্থী হচ্ছেন এআইটিইউসি’র রাজ্য সহকারী সাধারণ সম্পাদক বিপ্লব ভট্ট। ঘাটালে প্রার্থী হচ্ছেন রাজ্য খেতমজদুর ইউনিয়নের সম্পাদক তপন গাঙ্গুলি। মেদিনীপুর আসন থেকে একসময় সিপিআইয়ের সাংসদ হয়ে লোকসভায় গিয়েছেন নারায়ণ চৌবে, ইন্দ্রজিৎ গুপ্ত, প্রবোধ পান্ডারা। ইন্দ্রজিৎবাবু দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন। বিপ্লববাবুর প্রতিক্রিয়া, এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বামেরা এই আসনে ফ্যাক্টর। মানুষ ভুল বুঝে সরে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসছেন। সাম্প্রতিক কর্মসূচিতেই তার প্রমাণ মিলেছে। অবাধ নির্বাচন হলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। গ্রামের মানুষ সাম্প্রদায়িক শক্তিকে বিশ্বাস করে না। পাঁশকুড়া বর্তমানে ঘাটাল লোকসভা আসন থেকে জয়ী হয়ে একসময় সাংসদ হয়েছেন গীতা মুখার্জি, গুরুদাস দাশগুপ্তরা। সেই আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন তপন গাঙ্গুলি। কৃষিপ্রধান এই আসনে ২০১৪ সালে দ্বিতীয় স্থানে ছিলেন সিপাআইয়ের সন্তোষ রানা। এবারে তপনবাবুও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়বেন তৃণমূলের দিকে, এমনটাই আশা সিপিআইয়ের।
Related Articles
ভোট কেন্দ্রে ভোট দিতে যেতেও ভয়! হাতির তান্ডবে ব্যপক অতঙ্কে জঙ্গলমহলের মানুষ
Posted on Author aamarsakal
[…]