নিজস্ব প্রতিনিধি : কাজু কারখানায় কর্মরত এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি এলাকায়। মৃত যুবকের নাম সঞ্জীব রায় (২৫)।
পুলিশ ও স্থানীয় সূতে জানা গিয়েছে মঙ্গলবার সকালে কাঁথি রেল স্টেশন সংলগ্ন টেঙ্গুনিয়া এলাকায় সঞ্জীবের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে কাঁথি থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
মৃত সঞ্জীব বছর কয়েক ধরে কাঁথির মাজনার তাজপুরে একটি কাজু কারখানায় কাজ করছিল। কিন্তু তার এই রহস্যজনক মৃত্যু নিয়ে ধন্দ্বে পুলিশ।
স্থানীয় একটি সূত্রের খবর, ওই যুবকের সঙ্গে স্থানীয় এক গৃহবধূর অবৈধ সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।