নিজস্ব প্রতিনিধি : লোহা চুরির অভিযোগে পূর্ব মেদিনীপুরের দূর্গাচক থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ মোসারফ (২৫)। তাঁর বাড়ি দূর্গাচক থানার বালারমোড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ মোসারফকে হলদিয়ার মডার্ন কারখানা এলাকায় সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশকে দেখেই মোসারফ ওই মডার্ন কারখানার রাস্তার প্রাচীর টোপকে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। পুলিশ তার পিছু ধাওয়া করে।অবশেষে পুলিশ অভিযুক্ত মোসারফকে হাতেনাতে পাকড়াও করে। পুলিশের দাবি, অভিযুক্ত মোসারফের কাছ থেকে প্রায় ৫০-৬০ কিলোগ্রাম লোহা উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার তদন্তে পুলিশ। পাশাপাশি ধৃত মোসারফের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই প্রসঙ্গে দূর্গাচক থানার ওসি বিপ্লব হালদার বলেন, “ভোটের প্রাক মুহূর্ত্বে দুষ্কৃতী-সহ সমাজবিরোধীদের রীতিমতো ধড়পাকড় চালানো হবে। কাউকে রেয়াত করা হবে না।তবে আইন আইনের পথে চলবে।”