নিজস্ব প্রতিনিধি : শিবরাত্রি উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালা থেকে পুজা অর্চনা নিয়েই ব্যস্ত ছিলেন বলিউড সেলেবরা। এই তালিকার হৃত্বিক রোশ ও তাঁর পরিবার, রণবীর থেকে আলিয়া, কৃতি শ্যানন, অমৃতা রাও, মিশিকা চৌরাশিয়া সহ আরও অনেকেই ছিলেন।
एक नए सफ़र की शुरुआत… Har Har Mahadev.. Happy Mahashivratri #prayagraj pic.twitter.com/wp8Unu2G7p
— Alia Bhatt (@aliaa08) March 4, 2019
শিবরাত্রিতে কুম্ভমেলায় আগামী ছবি ব্রহ্মাস্ত্রর ফার্স্ট লুক প্রকাশ করতে গিয়ে পুজো আচ্চা সারতে দেখা যায় রণবীর আলিয়াকেও।
শিবরাত্রিতে স্ত্রী সুজান খান ও দুই সন্তানদের নিয়ে শিবের পুজো করতে দেখা যায় হৃত্বিক রোশনকে। শিবের মাথায় দুধ ঢালেন রাকেশ রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান। প্রসঙ্গত সুজানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হলেও আপতত প্রায়ই দুজনকে একসঙ্গেই দেখা যায়। সুজানও হৃত্বিকের পরিবারের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আবার দুই সন্তানদের নিয়ে ছুটি কাটাকেও যান হৃত্বিক-সুজান।
শিবরাত্রির পুজো করতে দেখা যায় অভিনেত্রী কৃতি শ্যাননকেও। মায়ের সঙ্গে সঙ্গে মন্দিরে পৌঁছন কৃতি।
Happy #Mahashivratri To ALL 🙏 pic.twitter.com/8mUuRWIN43
— AMRITA RAO (@AmritaRao) March 4, 2019
এদিকে শিবরাত্রি উপলক্ষে সকলকে সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে অন্যান্য তারকারা।
This #MahaShivratri, may Lord Shiva bless you and your family with peace and prosperity🙏🏻 #HarHarMahadev pic.twitter.com/pxMG0KOgll
— Akshay Kumar (@akshaykumar) March 4, 2019
T 3107 – 🔱 🙏 ॐ नमः शिवाय 🙏 🔱
🙏 हर हर महादेव 🙏
#MahaShivaratri #महाशिवरात्री 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/lygOSeMHAe— Amitabh Bachchan (@SrBachchan) March 3, 2019
Maha शिवरात्रि के shubh अवसर पर आप सभी को शुभकामनायें! Jai Mahadev!🙏👍 pic.twitter.com/ljFs5FKF22
— Raveena Tandon (@TandonRaveena) March 4, 2019