নিজস্ব প্রতিনিধি— বুধবার সমাজবাদী ফরওয়ার্ড ব্লকের দ্বিতীয় ন্যাশন্যাল সম্মেলন হল কলকাতার মহাবোধি সোসাইটি হলে হয়ে গেল। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কনফারেন্স শেষে বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন দলের পার্লামেন্টারি বোর্ডের নেতা এস পি তিওয়ারি। উপস্থিত ছিলেন দলের জাতীয় স্তরের দায়িত্বে থাকা নেতৃত্ব। তাঁরা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নেবেন তাদের দলের প্রার্থীরা। আপাতত দেশে মোট ৩৪টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। যার মধ্যে বাংলায় প্রার্থী দেওয়া হচ্ছে ৮টি আসনে। তিনি বলেন, তারা বাম এবং কংগ্রেসের সঙ্গে কোনও ভাবেই জোটে যাবেন না। নেতাজির আদর্শ মেনে তাদের পথচলা। নেতাজির তৈরি ফরওয়ার্ড ব্লক নেতাজির আদর্শ জলাঞ্জলি দিয়েছে। কংগ্রেস যারা নেতাজিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল তাদের সঙ্গে কোনও রকম সমঝোতার কথা নয়। জোটের জন্য কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।
Related Articles
সুশান্তের মৃতদেহের পোস্ট করা ছবি ডিলিট না করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
Posted on Author aamarsakal
[…]