নিজস্ব প্রতিনিধি— বুধবার সমাজবাদী ফরওয়ার্ড ব্লকের দ্বিতীয় ন্যাশন্যাল সম্মেলন হল কলকাতার মহাবোধি সোসাইটি হলে হয়ে গেল। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কনফারেন্স শেষে বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন দলের পার্লামেন্টারি বোর্ডের নেতা এস পি তিওয়ারি। উপস্থিত ছিলেন দলের জাতীয় স্তরের দায়িত্বে থাকা নেতৃত্ব। তাঁরা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নেবেন তাদের দলের প্রার্থীরা। আপাতত দেশে মোট ৩৪টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। যার মধ্যে বাংলায় প্রার্থী দেওয়া হচ্ছে ৮টি আসনে। তিনি বলেন, তারা বাম এবং কংগ্রেসের সঙ্গে কোনও ভাবেই জোটে যাবেন না। নেতাজির আদর্শ মেনে তাদের পথচলা। নেতাজির তৈরি ফরওয়ার্ড ব্লক নেতাজির আদর্শ জলাঞ্জলি দিয়েছে। কংগ্রেস যারা নেতাজিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল তাদের সঙ্গে কোনও রকম সমঝোতার কথা নয়। জোটের জন্য কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।
Related Articles
উত্তপ্ত খড়গপুর, চলল গুলি, জখম ৪
নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচনে ফের উত্তপ্ত হল খড়গপুর। দক্ষিণ-পূর্ব রেলের হিজলি স্টেশনে ট্রেন সাফাইয়ের কাজে লোক নিয়োগের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তাই নিয়ে রবিবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। গুলি এবং তরোয়ালের আঘাতে জখম হয়েছেন চারজন। এদের মধ্যে গুলিবিদ্ধ সাহিল সোনকারকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে রাত থেকেই […]
রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে পাহাড়, সভাতে কম লোক উদ্বেগ বাড়াচ্ছে নেতাদের
নিজস্ব প্রতিনিধি— বড় জনসভা হোক কিংবা পথসভা। রাজনৈতিক দলগুলির সভায় লোক কোথায়? স্বাভাবিকভাবেই ওজন বুঝতে না পারায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলে ভোটের অঙ্ক মেলাতে পারছে না কোনও দলই৷ বিশেষ করে এবার রাজনৈতিক দলগুলির ছোট-বড় জনসভায় নতুন ভোটারদের উপস্থিতির হার এতটাই কম, যা নিয়ে কিছুটা হলেও চিন্তিত রাজনৈতিক দলের কর্তারা। বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন উপলক্ষ্যে […]
তমলুকে সিপিএমের ধস, তৃণমূলে যোগদান শতাধিক
নিজস্ব প্রতিনিধি— সপ্তদশ নির্বাচনের প্রথম দফার নির্বাচন বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে এই রাজ্যের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার নির্বাচন শেষ হয়েছে। এরাজ্যে মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ষষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বামেরা তাদের অস্তিত্ব হারাতে চলেছে। দুর্বল সংগঠনে ঘুরে দাঁড়ানো অসম্ভব […]