নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের আঁচ পড়ল এবার জেলের অন্দরেও। নির্বাচন কমিশনের সাথে সাথে ভোট ময়দানে নামতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলি। সংবাদমাধ্যম জুড়ে এখন খালি ভোট উৎসব। কারণ, ধীরে ধীরে প্রার্থী তালিকা ঘোষণা করছে রাজনৈতিক দলগুলি। তবে কলকাতার একটি জেলেও তার আঁচ পড়ল। নানা দল। নানা প্রার্থী। কখনও ঘোষণা। কখনও জল্পনা। জেলে বসেও টিভির পর্দায় চোখ রাখেন বন্দিরা।
কিন্তু মঙ্গলবার বিকেল থেকে আচমকা এক বন্দি রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছে বলে খবর জেল সূত্রে। তাঁকে ঘনিষ্ঠ বন্দিরা সামলে রেখেছেন। রাতে সেই বন্দি খাওয়া দাওয়াও করছেন না। শুধু হিন্দিতে বলছে,” আজ আমি জেলে আর ও আমাকে শেষ করে এখন এম পি হতে চলল!” কিন্তু কার কথা বলছেন সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায় নি।জানা গিয়েছে, বন্দিটি কলকাতার পার্ক স্ট্রিট এলাকার এক চাঞ্চল্যকর ধর্ষণের মামলার মূল অভিযুক্ত। তার দাবি, তার গার্ল ফ্রেন্ড সিনেমার তারকা। ঘটনার পর তাকে পালাতে সাহায্য করেছে। দুজনে মুম্বইতেও ছিলেন। অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগে তারও অভিযুক্ত হওয়ার কথা। কিন্তু সে নাকি আজ মুক্ত। আইনের হাত থেকেও বাইরে। বন্দিটি শুনেছে তার প্রাক্তন বান্ধবী নাকি ভোটে লড়তে চলেছে।
এই নিয়েই তার মাথা বিগড়েছে। ওয়ার্ডের মেটকে বলেছে ঘুম আসছে না। ওষুধ দাও। ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিতে দেন নি।