নিজস্ব প্রতিনিধি: শনিবার সমাজবাদী পার্টি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ১১ তম সম্মেলন অনুষ্ঠিত হল তমলুকের কুলবেড়িয়া সুবর্ণরেখা হলে। জেলা সম্মেলনে সর্বভারতীয় সমাজবাদী পার্টির উপাধ্যক্ষ কিরণময় নন্দ বলেন, “দেশ আজ গভীর সংকটের সম্মুখীন।কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের নোটবন্দী, জিএসটি’র ফলে বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত।দেশে বহু শ্রমিক কাজ হারিয়ে পথের ভিখারি।দেশে কালো টাকা উদ্ধারের নামে কয়েকজন শিল্পপতিকে ব্যাঙ্কে ঋণ পাইয়ে দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার।” তিনি আরও বলেন, “বছরে ২ কোটি চাকুরীর প্রতিশ্রুতি কোথায় গেল? তাই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ।পাশাপাশি বামফ্রন্টের নীতিও ভ্রষ্ট।তারা সুবিধাবাদী রাজনীতির ধারক ও বাহক।” তিনি এও বলেন, “রাজ্যে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল সরকার উন্নয়নে ভাল কাজ করলেও নীচু তলার কিছু কিছু নেতার দূরদৃষ্টির অভাবে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে।রাজ্যে চিটফাণ্ডে আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরৎ দিতে হবে।তবে এই লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।তবেই আমরা সারা দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে পারবো।” ছিলেন সমাজবাদী পার্টীর সর্বভারতীয় যুব সভাপতি বিকাশ যাদব, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি জন্মেঞ্জয় ওঝা, রাজ্য সম্পাদক রণজিৎ মান্না, রাজ্য কমিটির দলের মহিলা সভানেত্রী লাবণী মাইতি, দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক পার্থসারথি বর ও স্বপন কুমার রাউল প্রমুখ।এ দিনের সম্মেলনে জেলার পাঁচ শতাধিক কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন।