নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকেলে দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেইমত ভোটের যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তার পাশাপশি অবাধ-শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই ভোট ঘোষণার পরের দিনই দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক সেরে ফেলেছেন কমিশনের কর্তারা। এবার ভোটের প্রাথমিক প্রস্তুতি দেখতে আগামী শনিবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুনীল জৈন। জানা গিয়েছেন, তিনি রাজ্যের আসার পরেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। পাশাপাশি রাজ্যের সব ডিএম ও এসপি-দের সাথেও কথা বলবেন।এমনকি নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কমিশনের ভূমিকা কি হবে তাও বুঝিয়ে দেওয়া হবে প্রশাসনিক শীর্ষকর্তাদের।
Related Articles
আমার সকাল: ডোপের দায়ে কলঙ্কিত রাশিয়া, ৪ বছর অলিম্পিক্স-কাতার বিশ্বকাপ থেকে নির্বাসিত রুশরা
নিজস্ব সংবাদদাতা: ডোপ কেলেঙ্কারিতে নাম জড়ানোর জেরে এবার বড়সড় শাস্তির মুখে রাশিয়া। আগামী বছরের টোকিও অলিম্পিক-সহ মোট চার বছরের জন্য সমস্ত রকম আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হল পুতিনের দেশকে। যার ফলে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপেও খেলতে পারবে না রাশিয়া।সোমবার প্যারিসে WADA-র ডোপ পর্যালোচনা কমিটির বৈঠকে আলোচনা হয় যে, রাষ্ট্রীয় মদতে যে হারে রুশ […]
আরও সক্রিয় ঘূর্ণিঝড় ‘ফণী’, প্রভাব পড়তে পারে বাংলায়ও
নিজস্ব প্রতিনিধি— ধীরে ধীরে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘ফণী’৷ আগামী ২৪ ঘণ্টায় তার প্রভাব আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্ধ্র ওড়িশা উপকূল হয়ে এই ঝড়ের শক্তিক্ষয় হয়ে বুধবার তামিলনাড়ু উপকূলে পৌঁছবে৷ এর জেরে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার, শুক্রবার রাজ্যে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাত […]
নন্দীগ্রামে শহিদ দিবস উদযাপন মন্ত্রী শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিনিধি : ২০০৭-এর ১৪ মার্চ জমি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শেখ ইমদাদুল, সুপ্রিয়া জানা সহ ১৪ জনের রক্তে লেখা হয়েছিল নন্দীগ্রামের দিনলিপি। আর সেই ১৪ মার্চ দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছর শহিদদের শ্রদ্ধা জানাতে আসেন জমি আন্দোলনের কান্ডারী তথা রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবছরের মত এবারেই শহিদদের শ্রদ্ধা জানান মন্ত্রী শুভেন্দু। […]