নিজস্ব প্রতিনিধি— ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। গতকাল বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পঞ্চায়েত ভোটে রাজ্যে ৭০ জন খুন হয়েছিল। তখন থেকেই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বলা যায়, এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই।” পাশাপাশি অধীরবাবুর দাবি, বহরমপুর লোকসভা আসনে তাঁকে হারাতে তৃণমূল কংগ্রেস ৩০ কোটি টাকার বাজেট ধরেছে।
সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, “পঞ্চায়েত ভোটের পর থেকেই নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি যাতে মানুষ শান্তিতে ভোট দিতে পারে। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারেনি। লোকসভা নির্বাচন ঘিরে আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হবে। আমরা চাই নির্বাচন কমিশন ভোটারদের ভোট দানের সুযোগ করে দিক। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর আমাদের ভরসা আছে।”
তিনি আরও বলেন, “রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। পুলিশ এখন থেকেই হুমকি দিতে শুরু করেছে। পুলিশ চেষ্টা করবে তৃণমূলের হয়ে ভোট করতে। আমরা নিজেরা সতর্ক থাকব। সাতের থেকে আরও বেশি দফায় ভোট হলে আমি খুশি হতাম।”