নিজস্ব প্রতিনিধি:
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ–ই–মহম্মদ। তাতে প্রাণ হারান ৪০ জন জওয়ান। তার পর থেকে প্রতিশোধের আগুনে ফুটছিল দেশ। তবে স্বামীর কফিনবন্দী দেহ আগলেও যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মিতা। হাওড়ার বাউড়িয়ার চককাশী রাজবংশীপাড়ার বাসিন্দা বাবলু সাঁতরা। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়লেও, শুরু থেকেই যুদ্ধের বিরোধিতা করে আসছেন তাঁর স্ত্রী মিতা।
পুলওয়ামায় হামলার পর অসহিষ্ণুতার আবহ দেশজুড়ে। তা থেকে নিষ্কৃতি পেলেন না নিহত জওয়ানের স্ত্রীও। যুদ্ধের বিরোধিতা করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করা হল তাঁকে।এমনকি মঙ্গলবার পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনা জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরেও নিজের অবস্থান বদলাননি তিনি। সেই নিয়ে গত কয়েকদিন ধরেই ফেসবুকে ট্রোল করা হচ্ছে তাঁকে। কেউ কেউ তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তো কেউ আবার দেশদ্রোহী বলে আক্রমণ করেছেন।তবে স্বামীর মৃত্যুর পর এখনও দুসপ্তাহও কাটেনি। এই মুহূর্তে এ সব নিয়ে মাথা ঘামাতে নারাজ মিতা। তাঁর কথায়, ‘‘দীর্ঘদিন হয়ে গেল ফেসবুক খুলি না।