নিজস্ব প্রতিনিধি— কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের শ্রীকলোনীর যুবসংঘের মাঠে যাদবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের নিয়ে মঙ্গলবার একটি সম্মেলনের আয়োজন করা হয়। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল। প্রার্থী নিজে এদিন যাদবপুর বিধানসভা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে পরিচিত হন। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অরূপ বিশ্বাস, রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত ছাড়াও দলের নেতারা এদিন বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে। যাদবপুর বিধানসভা এলাকার পুর প্রতিনিধিরা ছাড়াও এই এলাকার ওয়ার্ড সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাড়ে চার হাজারেরও বেশি কর্মী এদিনের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে যোগদেন। এছাড়ও কলকাতা পুরসভার ১০ ও ১১ নম্বর বোরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, তপন দাশগুপ্ত ও কলকাতা পুরসভার বেশ কয়েকজন মেয়র পারিষদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দলীয় এই সম্মেলনটি কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নিশীথ চক্রবর্তী এবং এই ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে হয়। ১০০ নম্বর ওয়ার্ড থেকেও তৃণমূলের অনেক নেতা কর্মী এই দলীয় সম্মেলনে উপস্থিত ছিলেন।