Uncategorized

মালাকে মমতার চমক

নিজস্ব প্রতিনিধি— অন্যান্য দিনের মতোই পুরসভায় নিজের চেম্বারে বসে কাজ করছিলেন তিনি। সেই সময় হঠাৎ টিভির পর্দায় ভেসে আসে তাঁর নাম। প্রার্থী তালিকায় নিজের নাম দেখে কিছুটা আশ্চর্যই হয়েছিলেন কলকাতা পুরসভার অধ্যক্ষা তথা আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। বিষয়টি সম্পর্কে জানার কিছুক্ষণের মধ্যে দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা প্রসঙ্গে মালাদেবী জানান, ঘটনাটির বিষয়ে বিন্দুমাত্র জানতেন না তিনি। তবে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা ছিল অগাধ। নির্বাচনের প্রচার প্রসঙ্গে মালা রায় জানান, দল তাঁকে যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করবেন তিনি। তবে সাধারণ মানুষের সঙ্গে তিনি প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেন, এমনটাও জানান মালা রায়।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।