নিজস্ব প্রতিনিধি— প্রাক্তন আইপিএস গৌরব দত্তের আত্মহত্যা নিয়ে তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন স্ত্রী শ্রেয়সী দত্ত। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে শ্রেয়সীর তরফে এই মামলা প্রত্যাহারের আর্জি জানানো হয়৷ মামলা প্রত্যাহারের বিষয়ে শ্রেয়সী বলেন, ‘মামলা দায়ের করার সময়ে আমার মানসিক অবস্থা ঠিক ছিল না৷’ যদিও প্রধান বিচারপতির বেঞ্চ তাকে এই মামলা প্রত্যাহারের অনুমতি দেয়নি৷ প্রধান বিচারপতি মামলাটির শুনানি নির্ধারিত করেছেন দু’সপ্তাহ পরে৷ সুপ্রিম কোর্ট শ্রেয়সীকে আরও একবার তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দিয়েছে বলে মনে করছে আইনজীবী মহল৷ এর আগে স্বামীর মৃত্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিলেন মামলাকারী শ্রেয়সী৷