নিজস্ব প্রতিনিধি— দেশজুড়ে ১০০টি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মার্চ বিশাখাপত্তনমে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো নির্বাচনী প্রচারে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ডাকে সাড়া দিয়ে তৃণমূল সুপ্রিমো ভাইজাগ যাচ্ছেন। পরদিন তিনি কলকাতায় ফিরবেন। উল্লেখ্য, এবার দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৫০ সভা করার কথা রয়েছে। এপ্রিলের ৩ তারিখ নরেন্দ্র মোদি প্রথমে শিলিগুড়ি ও পরে ব্রিগেডের নির্বাচনী প্রচারে অংশ নেবেন। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় থাকার কথা।
৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে অসম যাবেন। আগামী ১৯ মে শেষ দফার ভোট রয়েছে। ১৭ মে পর্যন্ত নির্বাচনী প্রচার করা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত টানা প্রচার করবেন। ১০০টির বেশি সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে যেসব জায়গায় তিনি ব্যস্ততার কারণে পৌঁছতে পারবেন না নির্বাচনী প্রচারে সেই সমস্ত জায়গায় তিনি মোবাইলের মাধ্যমে নির্বাচনী বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সেই ভাষণ রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে বলে তৃণমূল সুপ্রিমো নিজেই জানিয়েছেন।