নিজস্ব প্রতিনিধি— সামনেই লোকসভার ভোট। যেকোনও সময় লোকসভার ভোটের দামামা বেজে যেতে পারে। মুকুল রায়ের বিরুদ্ধে তৃণমূল দলের নেতা-মন্ত্রীদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ প্রায়ই উঠে আসছে। এবার সেই জল্পনা আরও একটু বাড়ল। একদা রাজনৈতিক জীবনের ‘গুরু’ হঠাৎ গেলেন ‘শিষ্যে’র বাড়িতে। আর সেই নিয়েই শুক্রবার রাত থেকে নতুন জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে বিজেপি নেতা মুকুল রায় প্রায় দেড় ঘণ্টা সব্যসাচীর বাড়িতে মুকুল ছিলেন বলে জানা গিয়েছে। তবে বিধাননগরের মেয়রের বাড়িতে যাওয়ার সঙ্গে কোনও রাজনীতির যোগাযোগ নেই বলে মুকুল রায় দাবি করেন। তিনি জানান, ‘সব্যসাচী আমার ভাইয়ের মতো। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। খিদে পেলেই এখানে আসি এই বাড়িতে। লুচি আলুর দম খেয়েছি। ছানার জিলিপি খেয়েছি। রাজনীতির কোনও আলোচনা হয়নি। ভারত-পাক সম্পর্ক, ক্রিকেট ম্যাচ ইত্যাদি নিয়ে কথা হয়েছে।’ তবে কি নির্বাচনের আগে শুধুই কি লুচি-আলুরদম খেতে সব্যসাচীর বাড়িতে ছুটে গিয়েছেন মুকুল? বিষয়টি নিয়ে বিধাননগরের মেয়রের দাবি,”কেউ যদি বাড়িতে আসতে চান, আসতে পারেন। সকলেই স্বাগত”। তবে বিজেপি’র অন্দরে কানাঘুঁষো শোনা যাচ্ছে, বারাসতের বিজেপি প্রার্থী হতে পারেন বিধাননগরের মেয়র সব্যসাচী চক্রবর্তী। তবে সেটা যে কতটা ফলপ্রসু হবে তা সময়ই বলবে।
Related Articles
প্রধন দফার ভোটের আগে আবার বাংলায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি— প্রথম দফার ভোটের আগে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১১ এপ্রিল কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট। তার একদিন আগে অর্থাৎ ১০ এপ্রিল বালুরঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের ব্যাখ্যায়, বালুরঘাটে প্রধানমন্ত্রীর সভার প্রভাব পড়বে ওই দুই লোকসভা কেন্দ্রেও। অথচ নির্বাচনী বিধিলঙ্ঘের কোনও সম্ভাবনাও থাকছে না। কারণ, বালুরঘাটে ভোট দ্বিতীয় দফায়। […]
উঠছেন ‘ই’ বাসে, অথচ পাচ্ছেন না সুবিধা, সমস্যা মেটাতে আসছে কড়া আইন
নিজস্ব প্রতিনিধি— বাসে দাঁড়িয়ে থাকা ‘নট অ্যালাউড’। বাসে যতগুলি সিট আছে ততজনই বাসে উঠতে পারবে। তার জন্য বাসে উঠলেই অতিরিক্ত ভাড়া দিতে হবে। এখানে ‘ই’বা এগজিকিউটিভ বাসের কথা হচ্ছে। যেখানে সাধারণ সরকারি বাসে ভাড়া ৮ টাকা। সেখানে ‘ই’ বাসে উঠে যাত্রীকে গুনতে হয় ১২টাকা। কারণ গোটা যাত্রাপথে তাঁকে দাঁড়াতে হবে না। বাসও স্টপেজ দেবে না […]
কলকাতা পুরসভার প্রশাসক নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম, গঠিত হল ১৪ সদস্য বিশিষ্ট বোর্ড ।
কলকাতা পুরসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৭ মে। কিন্তু করোনা মোকাবিলা পরিস্থিতির কারণে পুরো নির্বাচন আপাতত স্থগিত রয়েছে। এমতাবস্থায় পুরো বোর্ড পরিচালোনার জন্য ১৪ জন সদস্য বিশিষ্ট প্রশাসকসহ পুরসভার কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী কলকাতা পুরসভা প্রশাসক বোর্ড গঠন করল রাজ্য। মেয়র ফিরহাদ হাকিমকে মাথায় রেখে ১৪ জনের বোর্ড গঠন করা […]