নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার পর দেখা গেল, ৪২টি আসনের মধ্যে ১৭ জন মহিলা। ২০১৯ শে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এবারেরে মমতার নতুন চমক, দুই টলিঅভিনেত্রী নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীকে প্রার্থী করা তার মধ্যে অন্যতম। বসিরহাট কেন্দ্র থেকে লড়তে চলেছেন মমতার পছন্দের প্রার্থী, অভিনেত্রী নুসরত জাহান।
সময় নষ্ট না করে বৃহস্পতিবার জেলা নেতৃত্বকে সাতে নিয়ে বসিরহাটে লোকসভা কেন্দ্রে পৌচ্ছান তৃণমূল প্রার্থী নুসরত জাহান। তার আগে মধ্যমগ্রামের উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূল পার্টি অফিসে সংবাদিক বৈঠক করেন তৃণমূলের তারকা প্রার্থী। নুসরত জানিয়ে দিলেন, দিদির আদেশে আজ থেকে তিনি দলের প্রচার শুরু করলেন। তিনি সব সময় দলের সাথে ছিলেন ও থাকবেন। সিনেমায় যখন কাজ করি তখনও মানুষের দরবারে গিয়েছি, এখন তো মানুষের হয়ে আরও কাজ করার সুযোগ পাব। তৃণমূলনেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করে, অনেক তারকায় রাজনীতির ময়দা এসে ফিরে যান তার নিজের জায়গায়, তা আপনার ক্ষেত্রে এটা কি ব্যতিক্র? তাঁর উত্তরে নুসরত জানিয়েছেন, দেখুন নেত্রী আর অভিনেত্রীর দুটোর শেষে রয়েছে নেত্রী শব্দটি। আমরা নিজেদের জীবনে নেত্রী হিসেবে নেতৃত্ব দিয়ে থাকি সুতরাং নতুন এই দায়িত্বে নেতৃত্ব দিতে আমার অসুবিধা হবে না। তাঁকে আরও জিজ্ঞাসা করা হয়, সিনেমা তো ফ্লপ হয়, তাহলে রাজনীতিতে কি হবে? নুসরাত বুঝিয়ে দিলেন মানুষের মন জয় করতেই তিনি রাজনীতে এসেছেন সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।