নিজস্ব প্রতিনিধি— আসন্ন লোকসভা ভোট শুরু হওয়ার আগে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে বড় সড় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। ঘটনাটি কুলতলির কুন্দখালি গোদাবার পঞ্চায়েতের নাপিতখালি এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে এমব্রয়ডারির কাজের আড়ালে চলত অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানা। অস্ত্র তৈরির কারখানার সামগ্রী আনা হতো বিহারের মুঙ্গের থেকে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ যৌথ উদ্যোগে নাপিত খালি গ্রামে হানা দিয়ে কাহার লস্কর ও আবদুল রউফ লস্কর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কে তারা বাবা ও ছেলে। তাদের কাছ থেকে বাড়ি থেকে ৩টি সিঙ্গল ব্যারেল লং পাইপগান, ৩টি একনলা বন্দুক, ২টি অসম্পূর্ণ বন্দুক, ১৪৬ রাউন্ড কার্তুজ, ৫৫ রাউন্ড খালি গুলির খোল, ৬টি ছোটো পাইপগান, ১৮টি ছোটো পাইপগান তৈরির ব্যারেল, দুটি বন্দুকের বাঁট, ২টি ড্রিল মেশিন, ২টি পালিশের মেশিন, ১টি লেদ মেশিন, হাতুড়ি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।