নিজস্ব প্রতিনিধি— উত্তর ২৪ পরগনার শাসন এলাকা বাম জমানা থেকেই রাজনৈতিক মানচিত্রে অতি স্পর্শকাতর এলাকা। একদা শাসনের বাম নেতা মজিদ মাস্টারের দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। বাম আমলের থেকে বর্তমানে হিংসার মাত্রা কমলেও আমূল বদল আসেনি এই এলাকায়। ফলে এখনও এখানে বোমা-গুলির শব্দ শোনা যায় প্রায়শই। আর এর মূল কারণ এই এলাকার অর্থনীতি। মূলত কয়েকশো বিঘা মাছের ভেড়ির ওপরেই এই অঞ্চলের মানুষের জীবিকা অনেকটা নির্ভরশীল। এদিকে রাজ্যের শাসনভার যে দলের হাতে থাকে সেই দলই এই কয়েক কোটি টাকার সম্পত্তির ওপর একচেটিয়া অধিকার কায়েম করে। আর একারণেই এখানকার রাজনীতি কোনও মতে অহিংস থাকে না। ফলে এবারের নির্বাচনেও জেলার এই বিশেষ এলাকা যেকোনও মুহূর্তে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। বিশেষত ভোটের মরসুমে এই এলাকার বিস্তীর্ণ ভেড়ি এলাকা কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়। আর নির্বাচনের দিন গণ্ডগোল পাকিয়ে দুষ্কৃতীরা অনায়াসে এই ভেড়ি এলাকায় নিশ্চিন্তে গা ঢাকা দেয়। একারণে শাসনের এই দুষ্কৃতী-ডেরা ভাঙতে আগেভাগে তৎপর হল প্রশাসন। একারণে শাসন থানার শাসন, বোয়ালগাটা, খামারনৌবাদ, আমিনপুর, সদ্দারআটি সহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করল প্রশাসন। পাশাপাশি এই এলাকার দুষ্কৃতীদের গোপন আস্তানায়ও তল্লাশি চালানো হয় এদিন। এর ফলে একদিকে এলাকাবাসীর মনে যেমন সাহস বাড়বে তেমনি দুষ্কৃতীদের মনোবল অনেকটাই ধাক্কা খাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
Related Articles
মোদী সভায় যাওয়ার সময় মৃত ১ বিজেপি সর্মথক, বিজেপি প্রার্থী কাঠগড়ায় তুলল তৃণমূলকেই
নিজস্ব প্রতিনিধি: ভোট শুরুর হওয়ার আগে থেকেই গরম হতে শুরু করেছে বাংলার রাজনৈতিক আবহাওয়া। ভোটের লাইনে এখনও দাঁড়ায় নি সাধারণ মানুষ।তার আগে থেকেই শুরু শাসক-বিরোধী দোষারোপের পালা।রবিবার ছুটির দিন সকালেই কোচবিহারে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সভায় আসার পথে মৃত্যু হয়েছে এক বিজেপি সমর্থকের।এর এখানেই বিজেপি অভিযোগ তুলেছে তৃণমূলের গুন্ডাবাহিনীর তাড়া খেয়েই মৃত্যু […]
আমার সকাল: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয় স্তরের ৪ জন হকি খেলোয়াড়
নিজস্ব প্রতিনিধি— মর্মান্তিক পথদুর্ঘটনায় মধ্যপ্রদেশে প্রাণ হারালেন হল ৪ জনের জাতীয় স্তরের হকি খেলোয়াড়। মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে গাড়ি দুর্ঘটনায় মৃত চার জন জাতীয় স্তরের হকি খেলোয়াড়, আহত আরও তিন । সোমবার মধ্যপ্রদেশের ইতারসি থেকে হোসেঙ্গাবাদ যাচ্ছিলেন ওইসব খেলোয়াড়রা। ধ্যানচাঁদ ট্রফিতে খেলার জন্যই তাঁরা হোসেঙ্গাবাদ যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। পথে ৬৯ নম্বর জাতীয় সড়কের ওপরে রাইসালপুর গ্রামে […]
‘আমার দাদার মতো সাহস ক’জনের আছে’! সভাপতির পদ থেকে রাহুলের ইস্তফার পরেই তাঁকে পূর্ন সর্মথন জানালেন বোন প্রিয়ঙ্কা
নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটে বিজেপির কাছে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। কোনক্রমে ৫২টি আসন নিয়ে লোকসভায় নিজেদের জায়গা ধরে রেখেছে রাহুল-সোনিয়ারা। কিন্তু ভোটে বিপর্যয়ের পর থেকেই দলের হারের দায় নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন রাহুল গান্ধী। এমনকি ভোটের ফল বেরোনোর পরেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে রাহুল জানিয়ে দিয়েছিলেন যে তিনি সভাপতি পদ ছাড়তে চান, […]