নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক মেদিনীপুর শহরে শতাব্দী প্রাচীন বাম জামানায় প্রিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির দায়িত্ব সিপিএমের থেকে হস্তান্তরিত হয়ে তৃণমূল কার্যভার গ্রহন করে ২০১৫ সালের এপ্রিল মাসে।কার্যভার নেওয়ার পরে তাদের নজরে আসে শতাব্দী প্রাচীন এই ব্যাঙ্কে সিপিএমের আমলে প্রচুর অনিয়ম হযেছে। শুক্রবার তা সবার নজরে আসে। সিপিএম নেতা দীপক সরকারের ভাই জয়ন্ত সরকার মেদিনীপুর শহরের বসত বাড়ি বন্ধক রেখে ঋণ নিয়েছিল। কিন্তু বারবার আবেদন করা সত্বেও তা শোধ করে নি। জয়ন্তবাবুর কাছে ব্যাঙ্কের পাওনা ৩৪ লক্ষ ৯৪ হাজার ৬৩টাকা ৫৩ পয়সা। টাকা শোধ না করায় দীপকবাবুর পৈতিক বাড়ির দখল নিয়েছে ব্যাঙ্ক। খুব শীঘ্রই নিলাম ডেকে ঔই বাড়ি বিক্রি করে ব্যাঙ্কে টাকা উদ্ধার করা হবে।দীপকবাবু বলেন, বাড়িটি দেড় বছর আগে তাঁর ভাইকে দিয়ে দিয়েছেন। বর্তমানে ওই বাড়ির সাথে তাঁর কোন সম্পর্ক নেই।
Related Articles
আর্থিক ছাড় কেন্দ্রের, শ্রমিকদের আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর
করোনাভাইরাস মোকাবিলার জন্য লকডাউন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় সাধারণ নাগরিক যাতে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে না পড়েন, সেজন্য বড় আর্থিক ছাড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন যে,ব্যক্তিগত করদাতা ও ছোট, মাঝারি এবং বড় শিল্পসংস্থাগুলির ৩১ মার্চের বদলে ৩০ জুন আয়কর জমা দেওয়ার শেষ তারিখ। এদিন সাংবাদিক বৈঠকে নির্মলা […]
আমার সকাল : ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারত
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার বিকেল ৫টা নাগাদ আচমকাই কেঁপে উঠল দিল্লি। জানা গিয়েছে, এই কম্পনের উৎসস্থল আফগানিস্তানের কাবুলের কাছে হিন্দুকুশ পর্বত। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। জানা গিয়েছে, ভূমিকম্পের প্রভাব পড়েছে দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, নয়ডা-সহ একাধিক অংশে। ভূমিকম্প হয়েছে জম্মু এবং কাশ্মীরেও। শুক্রবার বিকেল ৫টা ১২ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে কাশ্মীর-সহ উত্তর ভারতের […]
জেলে বসেই ‘সেট’ পরীক্ষায় উত্তীর্ণ হলেন একদা কিষেনজির স্নেহের পাত্র মাওবাদী নেতা ‘অর্নব’
নিজস্ব প্রতিনিধি: জেল থেকে পরীক্ষায় সফল।গড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত বিচারক এসকে দামের ছেলে অর্ণব ছোট থেকেই মেধাবী বলেই পরিচিত। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়্গপুর আইআইটি-তে পড়াশোনা করেন। কিন্তু তিনটি সেমেস্টারের পরেই হঠাৎই খড়্গপুর আইআইটির ক্যাম্পাস ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান অর্ণব। সিপিআই (মাওবাদী)-এর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে তিনি যোগ দিয়েছিলেন ওই সংগঠনে। এমনটাই জানা গিয়েছিল।আইআইটির ক্যাম্পাস থেকে […]