নিজস্ব প্রতিনিধি : প্রতিবছরের মত এবছরও মহাসমারোহে হাওড়ার বেলুড়মঠে পালিত হল শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের 184তম জন্মতিথি উৎসব।8মার্চ শুক্রবার থেকে বেলুড়মঠে শুরু হল রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব।চলবে 17 মার্চ পর্যন্ত।তবে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এবছর সমাপ্তি অনুষ্ঠানের দিন আতসবাজি প্রদর্শিত হবেনা।এদিন শুক্রবার সকাল থেকে বেলুড়মঠে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল এই শুভদিন।ভোর চারটে তিরিশ থেকে আটটা পর্যন্ত হল বেদপাঠ ও স্তবগান, বিশেষ পুজো, হোম ও শ্রী রামকৃষ্ণ বন্দনা।সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় রামকৃষ্ণের কথামৃতপাঠ ও ব্যাখ্যায় দেবরাজনন্দ।এছাড়া শ্যামাসঙ্গিত ও ভক্তিগীতি।এদিন দুপুর একটা পঞ্চাশ মিনিটে পরিবেশিত হয় বিখ্যাত শিল্পী অনুপ জলোটার ভজন।তারপর ধর্মসভা ও শ্রী রামকৃষ্ণের জীবন সম্পর্কে আলোচনা সভা ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়।এদিন ভোর থেকে এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তসমাগম হয় বেলুড়মঠে।বেলা বাড়লে ভক্তসমাগম আরোও বাড়তে থাকে।সূচনা অনুষ্ঠানের দিন সকলের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ ভালই।
Related Articles
আমার সকাল: অবশেষে পিছু হটল কেন্দ্র! শাহিনবাগের আন্দোলনকারীদের সাথে সরকার আলোচনা করতে চায়, জানালেন কেন্দ্রিয় মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের সরব দেশের অধিকাংশ মানুষই। বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমে আন্দোলন শুরু করেছেন। এমনকি দেশজুড়ে যে অশান্তির আগুন জ্বলছে তার আঁচ পৌছেছে রাজধানী দিল্লিতেও। কিন্তু কোন আপত্তিকেই আমল না দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে চালু হবে সিএএ। সংশোধিত নাগরিকত্ব আইন […]
গায়ে জ্বর, পেটে খিদে, অসহায় শ্রমিকের দল ।
দেশজোড়া লকডাউন প্রথম দফা পেরিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দফা। এখনও একই রকম অসহায় অবস্থায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে ভিনরাজ্য থেকে কাজের সন্ধানে আসা শ্রমিকের দল। একদিন খাবার জোটে তো তিন দিন জোটে না। করোনা তাদের কী মারবে? তারা আজ এমনিই জীবন্ত লাশের দল। যমুনার ধারে গাছের নীচে বসেছিলেন ৬০ বছরের রমেশ কুমার। ঠিকমতো খাবার জুটেছিল […]
খোলা হলো মিষ্টির দোকান, খুশি ক্রেতারা ।
হলদিয়াঃ লকডাউন, আর সেই লকডাউনের কারনে অন্যান্য দোকানের পাশাপাশি বন্ধ ছিলো মিষ্টির দোকান। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করে জানিয়ে দেন মঙ্গলবার অর্থাৎ ৩১ মার্চ থেকে সমস্ত মিষ্টির দোকান খোলা যাবে। তবে দুপুর ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর ঘোষনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একাধিক মিষ্টির দোকান […]