Uncategorized

বালুরঘাট কেন্দ্রে বিজেপি’র প্রার্থী নিয়ে গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি— আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি’র বালুরঘাট কেন্দ্রের প্রার্থী নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ইতিমধ্যে জেলা বিজেপি থেকে একাধিক নামের পাশাপাশি নাম গেছে সংঘ থেকেও। জেলার স্থায়ী বাসিন্দাকে প্রার্থী করা হবে নাকি বাইরের কেউ হবে বিজেপির প্রার্থী, এই নিয়ে নানা মহলেই উঠেছে প্রশ্ন। জেলা বিজেপি অবশ্য জেলার স্থায়ী বাসিন্দাকেই প্রার্থী হিসাবে চেয়েছে। তবে জেলার বাইরের কেউ হলে কোনও খ্যাতনামা ব্যক্তিত্বকে প্রাধান্য দেবে দল। পাশাপাশি জেলার বাইরের নেতৃত্বের নামও উঠে এসেছে সম্ভাব্য প্রার্থী হিসাবে। সূত্রের খবর, বিজেপি’র বালুরঘাট কেন্দ্রে প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে জেলার মেয়ে হিসাবে দীর্ঘদিনের সংঘ ও বর্তমান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরীর নাম। তিনি একসময় বালরঘাট কেন্দ্র থেকে ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। গত নির্বাচনে তিনি দূর্গাপুর আসন থেকেও লড়াই করেছিলেন। অপর দিকে নাম উঠে এসেছে বালুরঘাটের ছেলে সুকান্ত মজুমদারের। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অত্যন্ত শান্ত স্বভাবের শিক্ষিত ছেলে হিসাবে পরিচিত সুকান্ত। তরুণ প্রজন্মকে কাছে টানতে তার নামেও পড়তে পাড়ে চূড়ান্ত সিলমোহর। এছাড়াও প্রার্থী তালিকায় নাম উঠেছে উত্তরবঙ্গের বিজেপি’র পর্যবেক্ষক রথীন্দ্রনাথ বোসের। তিনিও কয়েক মাস থেকে এই জেলায় একাধিক সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত। এছাড়াও নাম উঠেছে জেলার ছেলে ও দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের মুখ প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তথা বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায়ের। সেলিব্রেটি হিসাবে নাম উঠে এসেছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের। এই সব নাম বিজেপির কেন্দ্রীয় কমিটির কাছে ঘুরছে। সূত্রের খবর, দেবশ্রী, নীলাঞ্জন, সুকান্ত ও রথীন্দ্রনাথের মধ্যে হয়তো কেউ হতে পারে এবারের বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী। জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন, বিজেপি চাইছে সামাজিক পরিচিতি রয়েছে এমন কেউ হোক।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।