Uncategorized

বারাসতে ট্রাকের গতির বলি তিন পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি— বারাসতে গোপালনগরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ট্রাকের ধাক্কা মৃত্যু হল তিন পড়ুয়ার। এর মধ্যে দুজন ছাত্রী রয়েছেন। জানা গিয়েছে, টিউশন পড়তে যাওযার সময় নহাটা গোপীনাথপুরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে দুই ছাত্রী সহ আরও এক পড়ুয়া। ঘটনাস্থলে দুই ছাত্রীর মৃত্যু হয়। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ।

রাজ্যজুড়ে পথ দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। আগের থেকে পথ দুর্ঘটনায় কলকাতায় মৃত্যুর সংখ্যা কমেছে। সেভ লাইভ সেফ ড্রাইভ কর্মসূচিতে কিছুটা হলেও কাজ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বারাসতের ঘটনায় ট্রাকের গতি এর মূল কারণ বলে জানা গিয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।