নিজস্ব প্রতিনিধি— বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনায় কাকিনাড়ার মুকুন্দুপুরে। প্রতিবেশীরা জানিয়েছেন, মুকুন্দুপুরের ওই বাড়ির পাশেই একটি বাজি কারখানা ছিল। শুক্রবার রাতে হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। বিস্ফোরণের ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়া এরপর দমকলে খবর দিলে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাজি কারখানায় হাসিনা বিবি নামে এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেলে ডাক্তারা হাসিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারের অভিযোগ, ওই বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হত। তবে কি করে এই বিস্ফোরণ তার কারণ খুঁজছে পুলিশ।
Related Articles
এবার পশ্চিম মেদিনীপুরের পুলিশসুপারের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি
Posted on Author aamarsakal
[…]