নিজস্ব প্রতিনিধি : হাওড়ার বাগনানে এক পথ দূরঘটনায় দশজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হাওড়ার বাগনানের কল্যাণপুর নিমতলায়। ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে একটি যাত্রীবোঝাই ম্যাজিক গাড়ি দূরঘটনার কবলে পরে।এদিন সকালে হাওড়ার জয়পুর-কুলিয়া-বাগনান রুটের একটি ম্যাজিক গাড়ি এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়।তখন ওই গাড়িতে থাকা দশজন আরোহী আহত হয়।তারপর স্থানীয়রা ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।তবে তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদেরকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।স্থানীয়দের অভিযোগ এইরকম গাড়িতে প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন করা হয়।তাই তাঁদের অভিমত এই বিষয়ে আরও বেশি পুলিশি নজরদারির প্রয়োজন।