নিজস্ব প্রতিবেদন— মেট্রো বিভ্রাট যে কিছুতেই পিছু ছাড়ছে না। দিনের ব্যস্ত সময় আরও একবার মেট্রো বিভ্রাট। এবার একেবারে দমদম স্টেশনেই। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেমটা জানা গিয়েছে, এদিন সকাল মেট্রো দমদম স্টেশনে ঢোকার সময় হঠাৎই লাইন থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মেট্রো পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরফলে যাত্রীদের মধ্যে বিক্ষোভ সঞ্চিত হয়। মেট্রো কর্তৃপক্ষরা যেমনটা জানাচ্ছেন, শুধু মাত্র যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন। এদিকে বারবার এইভাবে ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাটের ফলে ক্ষোভ সঞ্চারিত হয়। যাত্রীরা স্টেশন মাস্টারের কাছে এবং টিকিট কাউন্টারের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন।
Related Articles
লকডাউনে শহর দর্শনে গুজরাটের ভাদোদরার দাহোদে শুনশান রাস্তায় প্রায় ২৫টি সাপ।
Posted on Author aamarsakal
[…]