নিজস্ব প্রতিনিধি: যারা কামাতে চাইছে তারাই বিজেপিতে যাচ্ছে। তৃণমূল থেকে কেউ যাচ্ছে না। সদ্য দলত্যাগী ।অর্জুন সিংয়ের দলবদল নিয়ে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে শুক্রবার হাওড়ার শরৎ সদনে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি কিসের জন্য বসে আছেন কামাতে পারছেন না তাই জন্য কি ? এসব ফালতু কথা বলে লাভ নেই। যারা ওদের সম্পদ ছিল তারাই আজকে বিজেপির দিকে চলে আসছে। হতাশায় কি আর করবেন। প্রার্থী পাচ্ছেন না নাবালকদের প্রার্থী করছেন। টিএমসি কি অবস্থায় আছে ওনার থেকে কেউ বেশি জানে না। অর্জুন সিং গ্রেফতার হবেন কিনা তা ওনারাই ঠিক করবেন। নির্বাচন কমিশন দেখছে। চাইলেই আর গ্রেফতার করতে পারবে না। এই ট্রেলার শেষ হবে ২৩মে বলে শুক্রবার হাওড়ার শরৎ সদনে বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেন।