নিজস্ব প্রতিনিধি — আসন্ন লোকসভা ভোটে রাজ্যের তৃণমূল দল ইতিমধ্যেই তাদের দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেস-সিপিএম জোটজট অব্যাহত থাকলেও শুক্রবার সিপিএম তাদের ২৪ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিএম। এখন আমজনতার নজর বিজেপির এবারের প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে। সূত্রের খবর আগামী ১৮ মার্চ রাজ্য বিজেপির তাদের আংশিক তালিকা প্রকাশ করতে পারেন। এদিকে, শুক্রবার বিজেপির নির্বাচন কমিটি একটি বৈঠকে বসেন। সেই বৈঠকে ঠিক হয় লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী তালিকার ক্ষেত্রে সমস্ত অধিকার দেওয়া হয়েছে আমার হাতে। এই তালিকা তৈরি করে কেন্দ্রীয় নির্বাচন কমিটির হাতে তুলে দেওয়া হবে।” তিনি আরও জানান, লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য প্রায় ৩৫০টি আবেদন জমা পড়েছে। এই তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বিবেচনা করে দিল্লিতে পাঠানো হবে। প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য কমপক্ষে ৩-৪ জনের নাম পাঠানো হবে। বিজেপি-র সাংগঠনিক কার্যকর্তাদের অনেক আগেই বলা হয়েছিল, তাদের প্রার্থী হতে আবেদন করতে হবে না। দল যদি কাউকে বিবেচনা করে, তাকে প্রার্থী করা হবে। নির্বাচন কমিটির বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, যে কেন্দ্রে জেতার সম্ভবনা যার সব থেকে বেশি তাকেই প্রার্থী করা হবে। উল্লেখ্য এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ অন্যরা।
Related Articles
বিজেপির সাংগঠনিক রিপোর্ট বলছে বাংলায় ১৭ আসনে পদ্ম ফুটবেই! তৃণমূলকে ঠেকাতে দলের রিপোর্টেই ভরসা রেখে ময়দানে নামছে বিজেপি
নিজস্ব প্রতিনিধি: দেশের হিসাব কি হবে তার থেকে বেশি নজর বাংলার হিসাব কি হবে সেদিকে। এবার লোকসভা নির্বাচনের শুরু থেকেই এরাজ্যের দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপির শীর্ষনেতারা। তৃণমূলকে সরিয়ে ক্ষমতার মসনদে বসাই এখন একমাত্র লক্ষ্য মোদী-শাহদের। বাংলা থেকে ২৩টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েই ময়দানে নেমেছে বঙ্গের বিজেপি নেতারা। তবে বিজেপির সাংগঠনিক সমীক্ষার হিসাব বলছে যে […]
প্রায় ৩০০ কোটির ক্লাবে ‘কবীর সিং’, পারিশ্রমিক বাড়িয়ে ৩৫ কোটি করলেন শাহিদ
নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কবীর সিং’। শাহিদের অভিনয় প্রশংসিত হয়েছে সিনে মহলে। শুধু তাই নয়, বক্স অফিসে ইতিমধ্যেই ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। প্রসঙ্গত, এটাই শাহিদের প্রথম ছবি যেটি ২০০ কোটি টপকালো। আর তার পরই নাকি নিজের পারিশ্রমিক বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন শাহিদ? এদিকে শোনা যাচ্ছে, ‘কবীর সিং’-এর সাফল্যের পর নিজের […]
বিয়ে আটকাতে গিয়ে পরিবারের হাতে প্রাণ গেল প্রেমিকের, তদন্ত শুরু করেছে পুলিস
নিজস্ব প্রতিনিধি : প্রেমিকার বিয়ে আটকাতে গিয়ে প্রাণ দিতে হল প্রেমিক-কে। প্রেমিকার বাড়ির লোকজনের মারে মৃত্যু হল পাণ্ডুয়ার এক যুবকের। প্রতিবেশী সূত্রের জানা গিয়েছে, ওই দুই ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসতো। তবে মেয়ের বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নেয়নি। যার ফলে মেয়েটি অন্যত্র বিয়ের ঠিক করে দিয়েছিল প্রেমিকার বাড়ির লোক। পাকা দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। […]