নিজস্ব প্রতিনিধি— অনুব্রত মণ্ডল রবিবার সিউড়িতে দেওয়াল লিখনের সূচনা করেন। তাকে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রার্থীর নাম না দিয়েই দেওয়াল লিখন শুরু করলাম। এক তৃণমূল কাউন্সিলর বোলপুরের প্রার্থী হিসেবে অসিত মালের নাম লিখে দেওয়াল লিখন শুরু করে দেন। সেই নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে। নির্বাচন দরজায় আসতেই অনুব্রত মণ্ডলের বিভিন্ন সভায় দেখা যাচ্ছিল অসিত মালকে। উল্লেখ্য, হাসন বিধানসভা কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসের হয়ে লড়েছেন। ছিলেন বিধায়কও। পরে যোগ দেন তৃণমূলে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থী মিলটন রসিদের কাছে পরাজিত হন অসিত। এবার তাকে বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল তৃণমূলের অন্দরে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে দলের কর্মীরা বোলপুরের চার নম্বর ওয়ার্ডে একটি দেওয়ালে প্রার্থী হিসাবে অসিত মালের নামে দেওয়াল লেখে। ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা বলেন, ‘ভুল করে দলের ছেলেরা লিখে ফেলেছে। পরে অবশ্য প্রার্থীর নাম মুছে দেওয়া হয়। অসিত মাল বলেন, আমি কিছুই জানি না।
Related Articles
বনগাঁয় বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রয়াত কপিলকৃষ্ণের প্রথমপক্ষের মেয়ে
Posted on Author aamarsakal
[…]