নিজস্ব প্রতিনিধি: পুলওয়ামা কাণ্ডের পর লাল সতর্কতা জারি হাওড়া স্টেশনে।আরপিএফ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।শুরু হয়েছে জোর তল্লাশি।বেশ কয়েকবছর আগে হাওড়া স্টেশন উড়িয়ে দেবার পরিকল্পনা করেছিল কুখ্যাত জঙ্গি আফতাব আনসারী।জঙ্গিদের টার্গেট হতে পারে এই গুরুত্বপূর্ণ স্টেশন তা ভেবে তল্লাশি চালানো হত ট্রেন ও স্টেশনে।তবে এবার পুলওয়ামা কাণ্ডের পর তল্লাশি আরও জোরদার করা হল স্টেশনে।জিআরপি,আরপিএফ যৌথভাবে এবার প্রতিদিন বাড়তি তল্লাশি চালাবে স্টেশনে।সেইমত স্নিফার ডগ নিয়ে কার্যত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন ট্রেন যাত্রীদের লাগেজ ও গাড়িতে।সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও কোনোরকম আর বাড়তি ঝুঁকি নিতে চায় না পুলিশ।লাগাতার এই তল্লাশি বিভিন্ন সময় করা হবে বলে জিআরপি সূত্রে জানানো হয়েছে।এছাড়াও স্টেশনের নজরদারি আরো বাড়াতে অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে।