নিজস্ব প্রতিনিধি— নিজের দেশবাসীর হাতেই মার খেতে হল সেদেশের বিমান চালককে। বুধবার ভারতের মাটিতে প্রবেশ করে এফ-১৬ বিমান। তাঁকে তাড়া করেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর প্লেন থেকে ছোঁড়া গুলিতে ভেঙে পড়েছিল পাকিস্তানের এফ-১৬ বিমান। বিমানের পাইলট প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। প্যারাসুটে করে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতেই পড়েছিলেন ওই চালক। কিন্তু মাটিতে নামতে ঘটে সেই বিপত্তি। মাটিতে নামতেই স্থানীয় পাকিস্তানিরাই প্রথমে তাঁকে ভারতীয় বিমানচালক ভেবে বেদম মারধর করে। পরে তাঁর প্রকৃত পরিচয় জানার পর লজ্জায় পড়ে তারা। স্থানীয় মানুষের মারধোরের চোটে অজ্ঞান হয়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পাকিস্তানি মিডিয়ার খবর, ওই পাইলটকে ভারতীয় ভেবে পাকিস্তানের সরকার দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার দুই বিমানচালক তাদের হাতে ধরা পড়েছে। পরে জানা যায় অভিনন্দন ছাড়া ধরা পড়েননি কেউ। এর পর অবশ্য পাকিস্তান ওই বিবৃতি থেকে সরে আসে। নিজেদের ভুল চাপা দেওয়ার চেষ্টা করতে থাকে।
Related Articles
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেত্রী সাইরা খানের।
নিজস্ব প্রতিনিধি : অভিনেত্রী সাইরা খানের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। ২০১৩-এ মুক্তিপ্রাপ্ত ‘কামসূত্র থ্রিডি’তে অভিনয় করেছিলেন তিনি।সাইরা রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে ছিল। ফলে ডেবিউতেই কামসূত্রের মতো বোল্ড ছবিতে অভিনয় করাটা খুব সহজ ছিল না। সাইরা সেই চ্যালেঞ্জটা নিয়েছিল।কামসূত্র থ্রিডি’তে সাইরার সুযোগ পাওয়া খুব সহজ ছিল না। রূপেশ […]
মেদিনীপুরের পুনরাবৃত্তি চায় না ব্রিগেড! তৎপর প্রশাসনও, প্রধানমন্ত্রীর সভার খুঁটিনাটি ম্যাপে এঁকে জমা করতে হবে বিজেপিকে
নিজস্ব প্রতিনিধি: দেশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষের স্টার ক্যাম্পেনাররা। বাংলার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে আলিপুরদুয়ারে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ করে নির্বাচনী প্রচারের ফিতে কেটে দিয়ে গিয়েছেন। এপ্রিলের ৩ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড থেকেই বাংলা জয়ের লক্ষ্য ঠিক করবেন প্রধানমন্ত্রী। কিন্তু […]
আমার সকাল : নির্যাতিতার বয়ান রেকর্ডের কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির নেতা চিন্ময়ানন্দ
নিজস্ব প্রতিনিধি : গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ। সোমবার সকালেই তাঁর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ ঘণ্টা গোপন বয়ান দিয়েছেন আইনের ওই ছাত্রী। তার কয়েক ঘণ্টা পরেই অসুস্থ হয়ে পড়েন ৭২ বছর বয়সী ধর্মগুরু ও বিজেপি নেতা। রাতেই ভাইরাল হওয়া ছবিতে দেখা গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর চিকিৎসা চলছে, চিকিৎসকদের […]