নিজস্ব প্রতিনিধি : বিশ্বের মঞ্চে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হলেন দীপা। প্রথম মহিলা হিসেবে অলিম্পিকেও অংশ নিয়েছিলেন ত্রিপুরার বাসিন্দা এই জিমন্যাস্ট। পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা মহিলাদের মধ্যে এ দেশ থেকে সেই দীপাকে বেছে নিয়েছে বার্বি।
As part of our ongoing commitment to #CloseTheDreamGap, we are honoring #MoreRoleModels from around the world than ever before. These women are breaking boundaries to inspire the next generation of girls. 🌍 Learn more: https://t.co/dDN166naY4. #YouCanBeAnything #Barbie60 pic.twitter.com/giiaPkvSS5
— Barbie (@Barbie) March 6, 2019
ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারের জন্য বিশেষ বার্বি ডল তৈরি করেছে বার্বি সংস্থা। শনিবার অলিম্পিক্সে অংশগ্রহণকারী দীপার হাতে তুলে দেওয়া হবে এই দীপা-বার্বি। ৬০ তম বর্ষপূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত।
১৯৫৯ সালে মেয়ের খেলনা কাগজের পুতুলের আদলে পুতুল তৈরি করেছিলেন ম্যাটেল সংস্থার কর্ণধার রুথ হ্যান্ডলার। মেয়ের নামের সঙ্গে মিলিয়েই নাম রেখেছিলেন বার্বি। সেই থেকেই জনপ্রিয় বার্বি পতুল। বর্তমানে ভারত-সহ ১৫টি দেশে প্রায় ৫০ কোটি বার্বি বিক্রি হয়।