নিজস্ব প্রতিনিধি : অভিনেত্রী নুসরত, মিমিকে সোস্যাল মিডিয়ায় ট্রোল নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, মিমি ও নুসরতের বিরুদ্ধে খুব কুরুচিকর ভাষায় ট্রোল করা হচ্ছে। যা কখনই সমর্থন করেন না বলে জানান বিজেপির নেতা। শুক্রবার উত্তরচব্বিশ পরগনার বারাসাতে তিনি বলেন, প্রার্থী পছন্দ না হওয়াটাও গনতান্ত্রিক অধিকার। তৃণমূলের দুই টলিউডের প্রার্থীকে অপছন্দ হতেই পারে। তাই বলে তাদের ব্যাক্তিগত জীবন সম্পর্কে কোন মানুষের কথা বলার অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। সেইসঙ্গ বিজেপি কর্মীদের বাবুলের পরামর্শ মিমি, নুসরতকে ব্যাক্তিগত আক্রমন নয়। বরং মানুষের কাছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারের কথা বলেন বাবু্ল সুপ্রিয়