নিজস্ব প্রতিনিধি— উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর প্রশাসন। এব্যাপারে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে জেলার নির্বাচনী আধিকারিকদের মধ্যে। পাশাপাশি ভোটারদের সুবিধার জন্য একগুচ্ছ মোবাইল অ্যাপও চালু করা হবে বলে জানা গিয়েছে। তবে জেলার সবকটি আসনের পরিস্থিতি একরকম নয়। সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা আলাদা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলাশাসক অন্তরা আচার্য সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান, এবার বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করা হলেও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বসিরহাট মহকুমা জুড়ে পি-২’তে ভোটকর্মীদের নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হতে হবে ভোটগ্রহণের দু’দিন আগেই।
অর্থাৎ ১৯ তারিখ ভোট হওয়ায় ১৭ তারিখ ভোটকর্মীদের পৌছাতে হবে কেন্দ্রে। এই ব্যবস্থা এর আগে সুন্দরবন অধ্যুষিত অঞ্চলে লাগু ছিল। জারি হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের ভোটে নতুন কিছু অ্যাপ তথা মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিভিল, ভোটার হেল্পলাইন অ্যাপ, পিডডি অ্যাপ, সুবিধা ক্যান্ডিডেট অ্যাপ। এছাড়াও থাকছে টোল ফ্রি নম্বর ১৯৫০। যেখানে ফোন করে সরাসরি তথ্য দেওয়া বা অভিযোগ করা যাবে। সিভিল অ্যাপের মাধ্যমে মডেল কোড অফ কন্ডাক্ট লঙঘন করা হলে সেই তথ্য নির্বাচনী আধিকারিকদের কাছে জানালে ১০০ মিনিটের মাধ্যমে সমাধান করা হবে। সব মিলিয়ে জেলায় নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর প্রশাসন।