নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ১৮ এপ্রিল। দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলার চোপড়া কেন্দ্র রয়েছে। এই লোকসভার মোট ভোটদাতা ১৬ লক্ষ। এরমধ্যে ৮ লক্ষ ৬ হাজার ২৯৮ জন পুরুষ এবং ৭ লক্ষ ৯২ হাজার ৫৪৩ জন মহিলা। রূপান্তরকামী ভোটদাতার সংখ্যা ২২ জন। জেলার নির্বাচনী আধিকারিক জয়সী দাশগুপ্ত জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন স্থানে সিসিটিভির ব্যবস্থা করা হচ্ছে। এর সঙ্গে ভিডিওগ্রাফির সাহায্যে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ওপর অতিরিক্ত নজরদারির ব্যবস্থা হচ্ছে। ভোটে প্রভাব বিস্তার করতে পারে এমন প্রচার মেনে নেওয়া হবে না।
এদিকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ও নির্বাচনী স্কোয়াড বিভিন্ন স্থানে সরকারি প্রচারমূলক হোর্ডিং সরানোর কাজে নেমেছে। কোথায় কোথায় সরকারি প্রচারমূলক হোর্ডিং রয়েছে তার হিসেব রাখা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও শুরু করে দিয়েছে প্রস্তুতি। শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা জলপাইগুড়ি লোকসভার মধ্যে পড়ে। সেই এলাকাতে সোমবার থেকেই ভোটের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এদিন ফুলবাড়ি এলাকাতে দেওয়াল লিখন হয়। স্থানীয় তৃণমূলের যুব কর্মীরা এই প্রচার করেন। শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার এদিন তাঁর বাড়ির কাছে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েন।