নিজস্ব প্রতিনিধি— ভোটে যে বাস প্রয়োজন, তা নিয়ে বাস-মালিকদের সঙ্গে বৈঠক হল সোমবার। লোকসভা নির্বাচনে যাতে যথেষ্ট পরিমাণ বাসের ব্যবস্থা করা যায়, তার প্রস্তুতিতেই বাস মালিক সংগঠনগুলিকে এই বৈঠকে ডাকা হয়। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এলাকায় নির্বাচনের জন্য ২৮৪টি এবং ১২৫টির বেশি বাস লাগবে বলে জানানো হয় বৈঠকে। বাস-মালিক সংগঠনের তরফে বাসভাড়া বৃদ্ধির কথাও বলা হয়েছে। আগে একটি বাস একদিনের জন্য নির্বাচনে নেওয়া হলে ভাড়া দেওয়া হত ১৯১০ টাকা, সেই ভাড়া বাড়িয়ে সাড়ে তিন হাজার টাকা, দূরপাল্লার বাসগুলির ভাড়া বাড়িয়ে ৩৯০০ টাকা এবং মিনিবাসের ভাড়া ১৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে বলে জানান জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে সমস্ত বাসকর্মীরা কাজ করবেন তাঁদের ৩৫০ টাকা করে দিতে হবে এই দাবি জানিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনার এবং পরিবহণ দফতরে চিঠি দেওয়া হবে বলে জানান তপনবাবু। শুধু তাই নয়, বাসের রিপোর্টিংয়ের সময় ৭৫ শতাংশ টাকা মিটিয়ে দিতে হবে এবং বিল সাবমিট করার ১৫ দিনের মধ্যে বাকি টাকা মিটিয়ে দিতে হবে বলেও দাবি জানানো হবে। আগে যেরকম এক জেলার বাস নির্বাচনের জন্য অন্য জেলায় নিয়ে কাজ করা হত, তা আর করা যাবে না, জেলার বাস জেলাতেই চালাতে হবে বলেও দাবি জানায় বাস মালিক সংগঠনগুলি। কোথায় কত বাস লাগবে, তা নিয়ে জেলায় জেলায় সংগঠনগুলি বৈঠক করবে। বাসভাড়া এবং বাসকর্মীদের মজুরির টাকা রাজ্যের সর্বত্র এক থাকবে বলে জানান তপনবাবু। কলকাতার উত্তর ও দক্ষিণ কেন্দ্রের জন্য যে বাসের প্রয়োজন এদিন বৈঠকের মধ্য দিয়ে সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে। বাসমালিক সংগঠনের কর্তাদের হাতে। তাদের দাবি মতো বাসভাড়া বৃদ্ধি এবং ভোটকর্মীদের দৈনিক টাকার পরিমাণ বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে উপকৃত হবেন বাসমালিক থেকে বাসকর্মী সকলেই।
Related Articles
ভূমিপুত্রকে জয়ী করুন, বহিরাগতকে নয়: মমতা
নিজস্ব প্রতিনিধি— দার্জিলিঙের পর কার্শিয়াঙে নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দার্জিলিঙে সভা করেছিলেন। শুক্রবার কার্শিয়াঙে সভা করেও মুখ্যমন্ত্রী বারবার এক হাত নেন বিজেপিকে। শনিবার মুখ্যমন্ত্রী সভা করবেন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। শুক্রবার দার্জিলিং লোকসভার তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে কার্শিয়াঙে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে বিজেপির সমালোচনা করে বলেন, দিল্লি […]
লক্ষ্মণ শেঠ নিয়ে অধীর-অভিজিৎ প্রচারে এলে প্রশ্ন করার নির্দেশ দিলেন শুভেন্দু
নিজস্ব প্রতিনিধি— হঠাৎই মুর্শিদাবাদের রাজনীতিতে উঠে এল নন্দীগ্রাম আন্দোলন। গণহত্যা। লক্ষ্মণ শেঠ। লক্ষ্মণ শেঠের জারি করা সরকারি বিজ্ঞপ্তি। কেমিক্যাল হাব নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সেই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রাম। জমি বাঁচানোর লড়াইতে নামে কৃষকরা। শুরু হয় লাগাতার আন্দোলন। পুলিশের সঙ্গে প্রায় প্রতিদিন গ্রামবাসীদের সংঘর্ষ। অবশেষে ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিতে ১৪ […]
নারায়ণগড়ে সিপিএমের ভূমিকা চিন্তায় রাখছে তৃণমূলকে
নিজস্ব প্রতিনিধি— নারায়ণগড়ে সিপিএমের নীচুতলার ভোট বিজেপির দিকে যেতে পারে, এমন শঙ্কার কথা শোনা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের গলায়। ‘অফ দি রেকর্ড’ নিজেদের চিন্তার কথা শেয়ার করলেও প্রকাশ্যে মুখ খুলতে তারা নারাজ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৯৯ হাজার ৩১১টি ভোট পেয়ে সিপিএমের সূর্যকান্ত মিশ্রকে ১৩ হাজার ৫৮৯ ভোটে পরাজিত করেছিলেন তৃণমূলের প্রদ্যোৎ ঘোষ। বিজেপি পেয়েছিল ১০ […]