নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তাই যে কোনও হোডিং বা ব্যানার সরিয়ে দেওয়ার কথা বললেন ঝাড়্গ্রামের জেলাশাসক। এদিন সোমবার সন্ধ্যায় নির্বাচনের নানা বিধিনিষেধ নিয়ে এক সংবাদিক সন্মেলন করে জানান জেলাশাসক আয়েশা রানী। পাশাপাশি তিনি এবার লোকসভা নির্বাচনে বিধানসভা ক্ষেত্র অনুযায়ি ভোটার সংখ্যা,বুথ সংখ্যা সহ বিভিন্ন তথ্য তুলে দেওয়া হয় সংবাদিকদের হাতে।এদিন ঝাড়গ্রাম জেলা শাসকের দফতর সংলগ্ন বিবেকানন্দ মিটিং হলে সন্ধ্যা নাগাদ সাংবাদিক সম্মেলনটি হয়। ঝাড়গ্রাম এসটি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে এসটি নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র,গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র,ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র,এসটি বিনপুর বিধানসভা কেন্দ্র,পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, শালবনি বিধানসভা কেন্দ্র,পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভা কেন্দ্র।মোট পোলিং স্টেশন ১৯৯৪টি।মোট ভোটার রয়েছে ১৬৩৭৭৯৬ জন।পুরুষ ভোটার ৮২৬৩১৭,মহিলা ভোটার ৮১১৪৬৪। মোট তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৫ জন।মনোনয়ন পত্র জমা করার শেষ দিন হল ২৩ এপ্রিল।স্ক্রটিনি ২৪ এপ্রিল।মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ২৬ এপ্রিল।