নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত সময়েই হবে লোকসভার ভোট। শুক্রবার দিল্লিতে এই কথা জানালেন জাতীয় নির্বাচন কমিশনার সুনীল আরোরা। প্রসঙ্গত, বিগত লোকসভা ভোট হয়েছিল ২০১৪ সালের ৭ ই এপ্রিল। এবারের নির্বাচনও সঠিক সময়ে হবে বলে জানান সুনীল আরোরা। ভারত, পাক সম্পর্কের অবনতি হওয়ায় দেশজুড়ে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, আমরা নির্দিষ্ট সময়ে ভোটের লক্ষ্যে এগোচ্ছি। সঠিক সময়ে ভোট শেষ করা কমিশনের দায়িত্বের মধ্যে পরে। সেই দায়িত্ব কমিশন পালন করবে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক।